বিভিন্ন পদে যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ এ একটি নিয়োগ প্রকাশিত হয়েছে।আপনারা যারা বিভিন্ন পদে যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ এ নিয়োগের জন্য অপেক্ষা করেছিলেন,তাদের জন্য আমরা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছি।
বিভিন্ন পদে যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ এ নিয়োগ ২০২২
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য গুলো
. চাকরি দাতা প্রতিষ্ঠানঃ যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ
. আবেদন যোগ্য জেলাঃ সব জেলা
. চাকরির ধরণঃ সরকারি
বিভিন্ন পদে যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ এ নিয়োগ ২০২২
১/ পদের নামঃ জুনিয়র শিক্ষক সাধারণ
বেতনঃ ১২৫০০-৩০২৩০ জাতীয় বেতন স্কেল ২০১৫
অনুযায়ী ১১ তম গ্রেড
শিক্ষা গত যোগ্যতাঃ ১। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি ডিগ্রী থাকতে হবে অথবা জিপিএ ২.৫ (স্কেল ৫.০) পাস।
২। বিএড অগ্রাধিকার দেয়া হবে।
৩। কোন পর্যায়ে ৩য় শ্রেণি/বিভাগ/সমপর্যায়ের জিপিএ
গ্রহণযোগ্য হবে না।
৪। ইংরেজি বলা ও লেখায় পারদর্শী হতে হবে।
২/ পদের নামঃ ডেমোনেস্ট্রেটর (রসায়ন)
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ জাতীয় বেতন ২০১৫ অনুযায়ী স্কেল ১৫তম গ্রেড।
শিক্ষা গত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি ডিগ্রী থাকতে হবে অথবা জিপিএ ২.৫ (স্কেল ৫.০) পাস। অথবা ২। ০৩ বছর মেয়াদী ডিগ্রী পাশ। তবে কম্পিউটার ও | হিসাবের কাজে পারদর্শী হতে হবে। সিজিপিএ ন্যূনতম 0.00 (0 8.00)
৩। ইংরেজি বলা ও লেখায় পারদর্শী হতে হবে
৩/ পদের নামঃ অফিস সহকারী (হিসাব)
বেতনঃ ৯৩০০-২২৪৯০ জাতীয় বেতন স্কেল
২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেড।
শিক্ষা গত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে নূন্যতম স্নাতক সম্মান পাশ
২। ইংরেজি বলা ও লেখায় পারদর্শী হতে হবে। ৩। অভিজ্ঞতা অগ্রাধিকার প্রাপ্য।
৪ /পদের নামঃ অফিস সহায়ক
বেতনঃ ৮২৫০-২০০১০ জাতীয় বেতন স্কেল | ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেড।
শিক্ষা গত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি পাশ।